পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নানের বিরুদ্ধে সরকারি বিভিন্ন প্রকল্পে অনিয়ম, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে তাকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ৯ জন ইউপি সদস্যসহ স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। গতকাল দুপুরে উপজেলার দিলপাশার ইউনিয়ন পরিষদের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য শাহাদত হোসেন বলেন, গত নির্বাচনে আওয়ামী লীগের প্রভাবে আবদুল হান্নান নির্বাচিত হয়েছেন। তিনি নির্বাচিত হওয়ার পর থেকেই দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও অর্থ আত্মসাতের মাধ্যমে ইউনিয়ন পরিষদকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেন। উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাবাজ উদ্দিন, আহমদ আরজু খান, আরিফুল ইসলাম, শরীফ উদ্দিন (রিপন), বীথি খাতুন, সেফালী খাতুন প্রমুখ।