কুয়াকাটায় এক আবাসিক হোটেল মালিকের বাড়িতে র্দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশ পরা ডাকাত দল বাড়ির মালিক মানিক মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। সোমবার গভীর রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে ডাকাত দল ওই বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি সবাইকে করে প্রায় দেড় ঘণ্টা ধরে তছনছ করে ঘরের মালামাল। মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার সাংবাদিকদের জানান, ঘটনা শুনে কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।