ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী ননএসি বাসের ভাড়া সর্বোচ্চ ৪৫ টাকা এবং এসি বাসের ভাড়া ৫৫ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। গতকাল শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে এই দাবি জানানো হয়। সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ভাড়া কার্যকরের তাগিদ দেন সংগঠনটির নেতারা। সংগঠনের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, ‘শেখ হাসিনা ছিলেন পরিবহন মালিকবান্ধব’। তিনি মালিকবিরোধী কোনো পদক্ষেপ নিতে পারতেন না। তার আত্মীয়স্বজন, পরিবহনের সঙ্গে যুক্ত থেকে দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল।
পরিবহনকে এখন চাঁদা দিতে হয় না, তাই ভাড়া কমাতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বাসভাড়া অর্ধেক করার দাবি জানান তিনি।
সংগঠনটির সদস্য সচিব ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন এবি সিদ্দিক, রথীন চক্রবর্তী, হাফিজুল ইসলাম, আওলাদ হোসেন, জিয়াউল ইসলাম কাজল প্রমুখ।