ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে রাজবাড়ীতে শহীদ ও আহত ১৭ পরিবারকে ৫ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা জামায়াতে ইসলামী। রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আবদুত তওয়াব। আলিমুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জামাল উদ্দিন, হাসমত আলী হাওলাদার, হারুন উর রশিদ, নুরুল ইসলাম।