রাজবাড়ীর গোয়ালন্দে বন্যা নামে এক গৃহবধূ খুন হয়েছেন। শ্বশুরবাড়ির লোকজন গতকাল ভোরে তাকে হত্যা করেছে দাবি স্বজনদের। বন্যা গোয়ালন্দ উপজেলার হানু প্রামাণিকের মেয়ে। বন্যার ভাই সাইফুল প্রামাণিক জানান, তার বোনের সঙ্গে রশিদের নয় বছর আগে বিয়ে হয়। বোনকে প্রায় নির্যাতন করতেন স্বামী। নেশার টাকা না পেলেই বোনকে নির্যাতন করতেন। রবিবার রাতে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গৃহবধূর মৃত্যুর ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে জানিয়েছে পুলিশ।
ব্যবসায়ী হত্যায় মামলা : গোয়ালন্দে চাল ব্যবসায়ী সুশীল কুমার সরকার (৫৭) হত্যার ঘটনায় মামলা হয়েছে। রবিবার দিবাগত রাতে নিহতের ভাই শুনিল সরকার বাদী হয়ে মামলাটি করেন। কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সুশীলকে কুপিয়ে ও গুলি করা হয় রবিবার সন্ধ্যায়।