চরভদ্রাসনে টেঁটাবিদ্ধ হয়ে রাকিব শিকদার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান তিনি। রাকিবের বাড়ি সদর ইউনিয়নের এমপি ডাঙ্গী গ্রামে। এ ঘটনায় তার বাবা মকদুম শিকদার থানায় হত্যা মামলা করেছেন।
চরভদ্রাসন থানার ওসি আবদুল গাফফার বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। রাকিবের বাবা বাদী হয়ে মামলা করেছেন। জানা যায়, হরিরামপুর ইউনিয়নের আমিন খার ডাঙ্গী এলাকার শেখ আনিসের ছেলে আক্তারের সঙ্গে রাকিবের দ্বন্দ্ব চলছিল। আক্তার ও রাকিব সম্পর্কে ভায়রা ভাই। গত সোমবার রাকিব তার দুই ভাই রিয়াজুল ও সাকিবকে নিয়ে আক্তারের বাড়ি যান। ফেরার পথে ওই গ্রামের নেপাল বিশ্বাসের ছেলে জিয়া লোকজন নিয়ে রাকিবদের ওপর হামলা চালায়। রিয়াজুলের মাথা ফেটে যায়।
টেঁটাবিদ্ধ হন রাকিব। তাকে প্রথমে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পর আক্তারের পরিবারের লোকজন পলাতক। জিয়ার মোবাইল নম্বর বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।