চুয়াডাঙ্গার দর্শনায় ২৮০ বোতল ফেনসিডিলসহ শাশুড়ি ও জামাতাকে আটক করেছে যৌথবাহিনী। দর্শনার মোহাম্মদপুর এলাকায় নিজ বাড়ি থেকে গতকাল তাদের আটক করা হয়। তারা হলেন- ওই এলাকার আরিফ হোসেনের স্ত্রী চায়না খাতুন ও তার জামাতা ঝিনাইদহের মহেশপুরে রাজা মিয়া। পরিদর্শক নাজমুল হাসান খান জানান, এ ঘটনায় দর্শনা থানায় মাদক আইনে মামলা হয়েছে। আটক দুজনকে সোপর্দ করা হয়েছে থানায়।