নরসিংদীতে পূর্বশত্রুতার জেরে হানিফ মিয়া (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। কাউরিয়াপাড়া পৌর ঈদগাহ গেটের সামনে গতকাল দুপুরে প্রকাশ্যে এ হত্যাকান্ড ঘটে। হানিফ চৌয়ালা এলাকার কালাম মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে জানা গেছে। পুলিশ এবং সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, দেড় মাস আগে মামা হাবু মিয়াকে কুপিয়ে হত্যা করে হানিফের ছোট বাবু। ওই ঘটনায় হানিফ ও বাবুর নামে হত্যা মামলা হয়। হানিফের চাচাতো ভাই ফিরোজ মারা যান গতকাল। গোয়েন্দা পুলিশের ওসি এস এম কামরুজ্জামান বলেন, পূর্বশত্রুতার জেরে এ হানিফ খুন হয়েছেন প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।