গাজীপুরের কালিয়াকৈরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা এবং হত্যাচেষ্টার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাদের গাজীপুর জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার রাতে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, আটাবহ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ইয়াসিন আলী, একই ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার সুজন, সূত্রাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জলিল হোসাইন, একই ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোস্তাক হোসেন ও একই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সম্প্রাট হোসেন। কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের আহম্মেদ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কালিয়াকৈরে তিনটি হত্যা এবং একটি হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীসহ দেড় হাজারের বেশি আসামি করা হয়েছে। মামলার ছয় আসামিকে শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।