হালুয়াঘাটে বন্যার্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। উপজেলার ধারা ইউনিয়নের কুতুরা ও কৈচাপুর ইউনিয়নের গুনিয়ারিকান্দা গ্রামের বন্যাকবলিতদের মধ্যে গতকাল এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা শুভসংঘের আহ্বায়ক প্রভাষক দেলোয়ার হোসেন, উপদেষ্টা খুররম খান যুবরাজ ও উপজেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম মিশু। হালুয়াঘাটে বন্যার পানি কমতে শুরু করলেও ধারা ও কৈচাপুরসহ আশপাশের কিছু ইউনিয়নের নিম্নাঞ্চলের মানুষ এখনো পানিবন্দি। ত্রাণসামগ্রী পেয়ে খুশি বন্যাকবলিতরা।
কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সমগ্র হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা প্লাবিত হয়। ফসলি জমি, পুকুর-খামার ও রাস্তাঘাট তলিয়ে যায়। বাড়িঘরে পানি উঠে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে লাখো মানুষ।