ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সারা দেশের ন্যায় কুড়িগ্রামেও বৃহস্পতিবার মহাসপ্তমী উদ্যাপন করা হয়। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলাজুড়ে জেলা প্রশাসন ও পুলিশ নিয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ডিবি, র্যাব, আনসার, বিজিবিসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সব পূজামন্ডপে কড়া নজরদারি রেখে চলেছেন। বিকাল থেকে রাতভর জেলা পুলিশ ও জেলা প্রশাসন নজরদারি রাখছে পূজামন্ডপগুলোতে। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা ও জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিজিবির সদস্যরা, এনএসআই ও আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।