নাটোরের বড়াইগ্রামে মৃত স্বামীকে দেখতে গিয়ে মারধরের শিকার হয়েছেন এক নববধূ ও তার স্বজনরা। উপজেলার বাগডোব গ্রামে সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহবধূ নাটোর সদর উপজেলার হাজরা নাটোর এলাকার বাসিন্দা।
প্রায় ছয় মাস আগে বড়াইগ্রামের বাগডোব গ্রামের প্রভাত কুমারের ছেলে জয়ন্তর সঙ্গে নাটোর শহরতলীর হাজরা নাটোর এলাকার শ্যামল চন্দ্রের মেয়ে শতাব্দী রাণীর বিয়ে হয়। বিয়ের পর শতাব্দী বাবার বাড়িতেই অবস্থান করছিলেন।
রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার জয়ন্ত মারা যান। বিকালে তার লাশ নেওয়া হয় বাড়িতে। সন্ধ্যায় শতাব্দী রানী, তার বাবা-মাসহ ১০-১২ জন লাশ দেখতে যান। লাশ দেখতে না দিয়ে জয়ন্তের জ্যাঠাতো ভাই মিলনসহ কয়েকজন তাদের ওপর চড়াও হয়।
নববধূসহ স্বজনদের পিটিয়ে আহত করে তারা। পুলিশ তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।