বগুড়ার সারিয়াকান্দিতে অসহায়-দুস্থ ১৮টি পরিবারের মাঝে ঢেউটিনসহ নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এসব ঢেউটিন বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তা মো. তারিফুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) তুহিন সরকার, চন্দনবাইশা ইউপি চেয়ারম্যান মাহমুদুন নবী হিরো, চালুয়াবাড়ি ইউনিয়নের সাবেক চেয়্যারম্যান শওকত আলী ও উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই