কোটা সংস্কার আন্দোলন পরবর্তী কারফিউ-কালে সুনামগঞ্জে দিনমজুরদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
নোমান বখত পলিন বলেন, সারাদেশে কারফিউ থাকায় দিনমজুর মানুষেরা কষ্টে রয়েছেন। তাদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য। তার নির্দেশনায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দিনমজুর মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা করি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।
বিডি প্রতিদিন/এএ