টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে র্যালি, মাছের পোনা অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ডিসি লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন। জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার গোলাম মোহাম্মদ সবুর, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাজ্জাল হোসেন খান তোফা। স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ।
বিডি প্রতিদিন/হিমেল