বগুড়ায় বারোয়ারি দুর্গা মন্দিরে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় শহরের মালতীনগর এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন, বারোয়ারি দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র দাস প্রমুখ।
বক্তব্যে বারোয়ারি দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র দাস বলেন, সারাদেশে উদ্ভূত পরিস্থিতির কারণে আইন-শৃংঙ্খলা একেবারে ভেঙে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে দেশের কোথাও আইনের শাসন নেই। সকলেরই এক ভীতিকর পরিস্থিতি মধ্যে দিয়ে যাচ্ছে। দেশের সব জায়গাতেই আইন-শৃংঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে একটি বিশেষ চক্র সারাদেশে লুটতরাজ, ভাঙচুর, চুরি-ডাকাতি, জ্বালাও-পোড়াও-সহ নানারকম অপকর্ম করছে।
তিনি আরও বলেন, সারাদেশের প্রত্যেকটা এলাকায় সংহিস ঘটনা ঘটলেও আমাদের মালতীনগর ১১নং ওয়ার্ড এলাকায় কোনও সহিংসতার ঘটনা ঘটেনি। এর সম্পূর্ণ কৃতিত্ব আমাদের অভিভাবক কাউন্সিলর সিপাল আল-বখতিয়ার এর জন্য। তিনি এলাকার নিরাপত্তার জন্য সারারাত জেগে কর্মী সমর্থক দিয়ে এলাকার সকল মন্দির-মসজিদ, সরকারি ও বেসরকারি, বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান সুরক্ষিত রাখতে সক্ষম হয়েছেন।
বিডি প্রতিদিন/একেএ