বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জেও 'রেজিস্ট্যান্স উইক' এর কর্মসূচি পালন করছে ছাত্ররা। কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা ১২টার দিকে শহরে বিক্ষোভ মিছিল করেন ছাত্র-ছাত্রীরা।
মিছিল শেষে আন্দোলনে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। ছাত্ররা কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী সপ্তাহব্যাপী মাঠে থেকে সকল কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেন।
অপরদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বাসস্ট্যান্ড এলাকায় তারা অবস্থান কর্মসূচি পালন করেন।
বিডি প্রতিদিন/এএ