চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় জান্নাতুন তারা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত জান্নাতুন তারা হচ্ছেন নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার কাচারী দামপুরা গ্রামের মৃত আফাতুল্লাহর মেয়ে।
ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় নাচোল উপজেলার ধানসুরা এলাকায়। গুরুতর আহত জান্নাতুন তারাকে শনিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রবিবার ভোর ৫টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নাচোল থানার ওসি তারেকুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম