কক্সবাজারের চকরিয়ায় ভীমরুলের কামড়ে আদিবা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। মৃত আদিবা উপজেলার বরইতলী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড তেইল্ল্যাকাটা গ্রামের রুহুল আমিনের কন্যা।
জানা যায়, বাড়ির পার্শ্ববর্তী গাছে ভীমরুলের বাসায় ঢিল ছুড়ে কয়েকজন শিশু। এসময় ভীমরুলের দল উড়ে এসে কামড় দিলে গুরুতর আহত হয় আদিবা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আদিবা।
বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ