কক্সবাজারের চকরিয়া ট্রেনে কাটা পড়ে ইব্রাহিম (৩৫) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে চকরিয়া পৌরসভার পশ্চিম করাইয়াঘোনা হামিদআলী পাড়া এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম চকরিয়া পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের করাইয়াঘোনা এলাকার জামাল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এসএম শহিদুল ইসলাম।
স্থানীয়রা জানান, ইব্রাহিম একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি ভবঘুরে জীবনযাপন করতেন। শুক্রবার রাতে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরির এক পর্ষায়ে রেললাইনে এসে বসে থাকেন। এরপর ট্রেন আসলে তিনি লাইনে কাটা পড়ে ইব্রাহিম মারা যান। পরবর্তীতে স্থানীয়রা তার কাটাপড়া বিচ্ছিন্ন দেহাবশেষ উদ্ধার করে।
পুলিশ জানায়, ট্রেনটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল।
বিডি প্রতিদিন/একেএ