কুষ্টিয়ার কয়ায় গড়াই নদীর ওপর রেল সেতুতে ঝুলছিল এক মরদেহ। রেলওয়ে পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় মরদহে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে পুলিশ থানার ওসি হারুন অর রশিদ মৃধা জানান, রবিবার সকাল ১০টার দিকে একজন সাংবাদিক খবর দেন যে, গড়াই রেল সেতুতে একটি লাশ ঝুলে আছে। খবর পাওয়ার পর সাড়ে ১১টার দিকে সেখানে একজন অফিসারসহ ফোর্স পাঠানো হয়। ঘটনাস্থলে পুলিশের এসআই নার্গিস খাতুন জানান, গড়াই রেল সেতুর রেল লাইনের নিচ থেকে বর্ধিত একটি লোহার অ্যাঙ্গেলের ওপর উপুড় হয়ে ঝুলে ছিল মরদেহটি। এখন পর্যন্ত মরদেহের পরিচয় জানা যায়নি। এটি একটি পুরুষের মরদেহ। তার মৃত্যুর কারণ ও পরিচয় জানার চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন