টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বিবেকানন্দ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে’র বিরুদ্ধে নানা অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারি, শিক্ষার্থী অভিভাবকরা।
আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের শিক্ষক মো. বজলুর রহমান।
সংবাদ সম্মেলনে ১৮টি অভিযোগ আনা হয়েছে। তারমধ্যে বেশিরভাগ অর্থ আত্মসাৎ নিয়ে। স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা, দুর্ব্যবহার, রাজনৈতিক প্রভাব বিস্তার, প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারি, অভিভাবক ও শিক্ষার্থীদের শারীরিক, মানসিক নির্যাতনের অভিযোগ আনা হয়। অবিলম্বে তার অপসারণ ও বিচারের দাবি করা হয়। এরআগে তারা টাঙ্গাইল প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে।
বিডি প্রতিদিন/হিমেল