ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার খাড়াকান্দি নামক স্থানে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে অজ্ঞাত এক নারী (৪৫) মারা গেছেন।
বৃহস্পতিবার রাত ১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আবদুল্লাহ হেল বাকি জানান, ঘটনাস্থল থেকে ওই নারীর রক্তাক্ত দেহ উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বেপরোয়া কোন গাড়ির ধাক্কায় ওই নারীর মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার নাম ও পরিচয় সনাক্ত করা যায়নি। অজ্ঞাত গাড়িটির সন্ধান করা হচ্ছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন