সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার নাগরৌহা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রুহুল (৩০) এবং বেলাল হোসেনের ছেলে আশরাফ (৪০)।
পারিবারিক সূত্রে জানা যায়, দিনমজুর হিসেবে কাজ শেষে বাড়ি ফেরার পথে সন্ধ্যার দিকে বাড়ির কাছাকাছি পৌঁছালে তারা বজ্রপাতের মুখোমুখি হন। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল