লক্ষ্মীপুরে শিক্ষা কমিশন গঠনসহ ৪ দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা মাধ্যমিক শিক্ষক পরিবারের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু তালেব, জেলা শিক্ষক সমিতির সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বিগত স্বৈরশাসনে শোষন, বঞ্চনা ও লাঞ্চনার কথা তুলে ধরেন। একইসাথে বর্তমান সরকারের কাছে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, দ্রুত শিক্ষা কমিশন গঠন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের পদায়ন বাস্তবায়নসহ ৪টি দাবি বাস্তবায়নের দাবি জানান।
বিডি প্রতিদিন/এএ