জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এ সভার আয়োজন করে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-মহাপরিদর্শক এইচ এম শাহাদাত হোসেন।
অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) মো. মনিরুজ্জামান, শ্রম পরিদর্শক (সাধারণ) মো. রাকিবুল হাসান লিমন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় জেলা তথ্য কর্মকর্তা মো. সুলাইমান, সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জুলফিকার আলী, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান মাসুদ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের শ্রম পরিদর্শক (স্মার্ট) মো. জুয়েল, গণমাধ্যমকর্মী মনোজ কুমার সাহাসহ পরিবীক্ষণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, উন্নত সমৃদ্ধ রাষ্ট্রের অঙ্গীকার হচ্ছে শিশুশ্রম নিরসন করা। এরপর জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এমআই