চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের দুই দিন পর আলমগীর হোসেন (৪২) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে আলমডাঙ্গা উপজেলার চিৎলা গ্রামসংলগ্ন একটি বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আলমগীর একই উপজেলার ভালাইপুর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের ছেলে।
নিহতের ভাই জহুরুল ইসলাম জানান, গত বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে নিজের ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি আলমগীর হোসেন। রাতে বাড়ি না ফিরলে তাকে খোঁজাখুজি করা হয় এবং থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। শুক্রবার সকালে স্থানীয়রা বাঁশ বাগানের পাশে খালের মধ্যে আলমগীরের মরদেহটি দেখতে পায়। তবে ভ্যানটি পাওয়া যায়নি। তার ধারণা, তার ভাইকে খুন করে ভ্যান নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া জানান, মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম