তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চেয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তাপাড়ের সামাজিক যোগাযোগ মাধ্যম 'ফেসবুক' ব্যবহারকারী বাসিন্দারা তাদের প্রোফাইল পিকচার পরিবর্তন করছেন। এতে উত্তরবঙ্গের তিস্তারপাড়ের বিভিন্ন জেলার ফেসবুক ব্যবহারকারীরাও সাড়া দিয়ে তাদের প্রোফাইল পিকচার পরিবর্তন করছেন।
শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যার পর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ফেসবুক প্রোফাইল পরিবর্তন করেন তিস্তাপাড়ের বাসিন্দা, তরুণ লেখক ও সংগঠক মো. হাবিবুল্লাহ্ সরকার। তার দেখাদেখি তিস্তাপাড়ের বাসিন্দাদের মাঝে ফেসবুকের প্রোফাইল পিকচার পরিবর্তনে হিড়িক পড়ে যায়।
পরিবর্তন করা পিকচারে লেখা হয় 'তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই, তিস্তা বাঁচলে দেশ বাঁচবে।' পাশাপাশি ক্যাপশনে উত্তরাঞ্চলের বিভিন্ন বৈষম্য নিরসনের যৌক্তিক দাবিও উত্থাপন করা হয়।
ফেসবুক প্রোফাইলের পরিবর্তন করা কয়েকজন জানান, আমরা তিস্তাপাড়ের বাসিন্দা। আমরা রিলিফ চাই না, তিস্তা নদী খনন চাই। মঙ্গার হাত থেকে রক্ষা করতে নদী খনন করে দুই তীর রক্ষাসহ বন্যা ও ভাঙনের হাত থেকে বাঁচাতে হবে। তিস্তা ড্রেজিং করে কোটি মানুষের দুঃখ ঘোচানোর মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তিস্তার তীরবর্তী ৫টি জেলার আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বদলে যাবে মানুষের জীবনযাত্রা। কিন্তু একটি চক্র এ মহাপরিকল্পনা বাস্তবায়নে বাধা সৃষ্টির পায়তারা করেছে। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে আমাদের ফেসবুক প্রোফাইলে পিচকার পরিবর্তন করেছি।
তিস্তাপাড়ের বাসিন্দা, সাংবাদিক ও সংগঠক সুদীপ্ত শামীম বলেন, ‘তিস্তা একটি আন্তর্জাতিক নদী। এই নদীর প্রতি বিশেষ নজর দেওয়া উচিত। কারণ এর সঙ্গে আরো ২২টি উপনদী রয়েছে। কিন্তু সঠিকভাবে সমীক্ষা না করার কারণে উপনদীগুলো মরে যাচ্ছে। তিস্তা তার অস্তিত্ব হারাচ্ছে প্রতিনিয়তই। অবিলম্বে তিস্তার সুরক্ষার জন্য পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বিজ্ঞানসম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক।’
তিনি আরও বলেন, ফেসবুক প্রোফাইলের পিকচার পরিবর্তন করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানানো একটি ব্যতিক্রমী প্রতিবাদ। তিস্তাপাড়ের ফেসবুক ব্যবহারকারীদের সবার প্রোফাইল পিকচার পরিবর্তন করা উচিত।
বিডি প্রতিদিন/হিমেল