গাজীপুরে নিজ ঘর থেকে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা দু’জনেই ভাঙ্গারির দোকানে কাজ করতেন। রবিবার কোনাবাড়ী থানাধীন বাইমাইল নয়াপাড়া এলাকা ওই লাশ দু’টি উদ্ধার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার এসআই তাইম উদ্দিন ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল নয়াপাড়া এলাকার মৃত সোহাগ মিয়ার মেয়ে পারভীন আক্তারকে (২৩) বিয়ে করে জালাল মিয়া (৪০)। এটি উভয়ের দ্বিতীয় বিয়ে। বিয়ের পর নয়াপাড়া এলাকায় শ্বশুরবাড়ির একটি ঘরে স্ত্রীকে নিয়ে থাকতেন জালাল মিয়া। তারা স্থানীয় ভাঙ্গারির দোকানে কাজ করতেন। প্রতিদিনের মতো রবিবার সকালে তাদের কোন সাড়াশব্দ না পেয়ে খোঁজ করতে থাকেন প্রতিবেশিরা। একপর্যায়ে তারা টিনের বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিয়ে ধর্নার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো জালাল মিয়াকে ঝুলন্ত অবস্থায় এবং তার স্ত্রী পারভীন আক্তারের লাশ বিছানায় পড়ে থাকা অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ নিহত দম্পতির লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
জিএমপির এস আই তাইম উদ্দিন আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে স্ত্রী পারভীন আক্তার কীট নাশক জাতীয় দ্রব্য খেয়ে ও স্বামী জালাল মিয়া ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এএম