চাঁদপুরের হাইমচর ও মতলব উত্তর উপজেলায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন-হাইমচর উপজেলার এস.এম কবির, আবু জাফর, এস.এম. ফজলুল রহমান এবং মতলব উত্তর উপজেলার আব্দুস ছাত্তার ও সোহরাব হোসেন। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন, হাইমচর থানার ওসি মো: ইয়াছিন ও মতলব উত্তর থানার ওসি রবিউল হক।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর পৃথক দুটি অভিযানে এসব আসামীদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য স্ব স্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। গত ৪ ও ৫ আগস্ট জেলায় নিরীহ ছাত্র-জনতার ওপর আক্রমনকারি সন্ত্রাসী সহ, সকল অস্ত্রধারী সন্ত্রাসী আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইয়াছিন বলেন, যৌথ বাহিনীর অভিযানে আটক ৩ ব্যক্তির বিরুদ্ধে রবিবার রাতে মামলা করেন উপজেলার আমতলী এলাকার সামছুদ্দোহা। সেই মামলার আসামি হিসেবে সোমবার দুপুরে তাদেরকে চাঁদপুর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হক বলেন, উপজেলার লধুয়া গ্রামের তোলামতি বেগম নামে ব্যক্তির মামলার জবানবন্দী দেয়াকে কেন্দ্র করে বাড়িতে গিয়ে হামলা ও ভাংচুর করে আসামী ছাত্তার ও সোহরাব। তারা ৩ মামলায় এজহারভুক্ত আসামী ও সন্ত্রাসী কর্মকান্ডে অভিযুক্ত। তাদেরকে আজ দুপুরে চাঁদপুর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করে।
বিডি প্রতিদিন/এএম