চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের উপস্থাপনা প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (০৮ অক্টোবর) নিজ কার্যালয়ে কলেজের অধ্যক্ষ ড. সৈয়দ মোজাহারুল ইসলাম তরু বিজয়ী শিক্ষার্থীদের ইতিহাস সমৃদ্ধ বই পুরস্কার হিসেবে তুলে দেন।
কলেজের ইতিহাস, বাংলা ও দর্শণ বিভগের স্নাতকের শিক্ষার্থীদের নিয়ে 'ইতিহাস ও সংস্কৃতি পড়া হৃদয়ে ধারণ' বিষয়ে উপস্থাপনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
একই অনুষ্ঠানে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর মহাস্থান রেজিমেন্ট আয়োজিত ব্যাটালিয়ন ক্যাম্প ২০২৪-২৫ এ শ্রেষ্ঠ ফায়ারার ক্যাডেট আজরিন আরা লিজা, শাহনাজ আক্তার বর্ষা, শ্রেষ্ঠ উদ্যোক্তা ক্যাডেট আবিদা সুলতানা, সাংস্কৃতিক নৈপুণ্যের জন্য ক্যাডেট সিফাত আলী ও ক্যাডেট শাহাদাতকে পুরস্কার ও ক্রেষ্ট প্রদান করা হয়।
এ সময় উপাধ্যক্ষ প্রফেসর ড. আমিনুল ইসলাম, প্রফেসর একেএম সফিকুল ইসলাম, প্রফেসর মো. এনামুল হক, সহযোগি অধ্যাপক আনোয়ারুশ শাহাদাত, তানজিলা আক্তার, জেলা কালাচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সালসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ মুসা