গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরদল এলাকায় কালিয়াকৈর ডিগ্রি কলেজের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও অবরোধ করেছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, কালিয়াকৈর ডিগ্রি কলেজের ২৯শে সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খানসহ পাঁচ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি কমিটি গঠন করা হয়। পরবর্তীতে সোমবার পূর্বের কমিটিকে বাতিল করে গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকীসহ পাঁচ সদস্য বিশিষ্ট নতুন কমিটি দেওয়া হয়।
মঙ্গলবার সকালে কালিয়াকৈর ডিগ্রি কলেজের কমিটিতে নতুন কমিটির বাতিলের দাবি করে পূর্বের কমিটির বহালের দাবিতে কালিয়াকৈর ধামরাই সড়ক অবরোধ বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সকালে শিক্ষার্থীরা কলেজের ক্লাস বর্জন করেন। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ করে ধামরাই কালিয়াকৈর ধামরাই সড়কে অবরোধ করেন। এ সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে কলেজের প্রিন্সিপাল বুঝিয়ে শান্ত করলে যানচলাচল স্বাভাবিক হয়।
কালিয়াকৈর ডিগ্রি কলেজের প্রিন্সিপাল লুৎফর রহমান জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পূর্বের কমিটি বাতিল করে নতুন কমিটির চিঠি পেয়েছি। নতুন কমিটি বাতিলের দাবিতে শিক্ষার্থীরা সড়কে বিক্ষোভ অবরোধ করেন। পরে শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ