সিরাজগঞ্জের শাহজাদপুরে তারা সরকার ওরফে জুলমত সরকার হত্যা মামলার প্রধান আসামি মমতাজ প্রামাণিককে (৬০) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মাসদাইর এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)- ১১ ও ১২ সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মমতাজ প্রামাণিক শাহজাদপুর উপজেলার কায়েমপুর গ্রামের মৃত জনাব আলী প্রামাণিকের ছেলে।
র্যাব-১২ সিরাজগঞ্জ কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, গত ৬ আগস্ট সকালে আসামি মমতাজ প্রামাণিকের নেতৃত্বে একদল দুর্বৃত্ত কায়েমপুর গ্রামে তারা সরকার ওরফে জুলমত সরকারের বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় এবং বাড়ি-ঘর ভাঙচুর করে। এ সময় তারা সরকার বাধা দিতে গেলে মমতাজ প্রামাণিক চাইনিজ কুড়াল তার মাথায় কোপ দেয় এবং তার সহযোগী অন্যান্যরা দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে তারা সরকারের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তারা সরকার মারা যান। এ ঘটনায় নিহতের মেয়ে মোছা. মিতু খাতুন বাদী হয়ে গত ১৪ আগস্ট শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই প্রধান আসামি মমতাজ প্রামাণিক আত্মগোপনে ছিল। শুক্রবার রাতে র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি ও র্যাব-১১ সিপিএসসি যৌথ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরপুর্বক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম