শনিবার মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে চলছে মা ইলিশ সংগ্রহ অভিযান কার্যক্রম। রাত ১২টার পর থেকেই নৌপুলিশ, কোস্টগার্ড টাক্সফোর্স কমিটির সদস্যরা নদীতে টহল কার্যক্রম শুরু করেছেন।
রবিবার সকাল থেকেই নদীতে নীরব পরিবেশ লক্ষ্য করা গেছে। এমনকি ছিল না জেলেদের আনাগোনাও।
নৌ-পুলিশ ফাঁড়িরর ওসি মোঃ হানিফ জানান, শনিবার রাত ১২টার পর থেকেই নদীতে টহল কার্যক্রম শুরু হয়েছে । তবে কোথাও কোন জেলেকে নদীতে পাওয়া যায়নি। পুনরায় তারা সকাল ৮টা থেকে নদীতে টহল কার্যক্রম চালাচ্ছেন।
অপরদিকে বড় স্টেশন মাছঘাট মৎস্য অবতরণ কেন্দ্র খালি দেখা গেছে। নদীর পারে জেলেরা তাদের জাল, নৌকা মেরামত কাজ করছেন। চাঁদপুর অঞ্চলের আওতায় রয়েছে, মতলব উত্তর উপজেলা ষাটনল থেকে দক্ষিণের লক্ষীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর ৬০ কিলোমিটার এলাকা। অভিযান ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন একটানা চলবে।