‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার বেলা ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও মহড়া অনুষ্ঠিত হয়। পরে সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বদরুদ্দোজা।
সভায় স্বাগত বক্তাব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা মো. গোলাম ফারুক, বিএনপি নেতা মো. গিয়াস উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক, প্রধান শিক্ষক মো. হারুন-অর রশীদ ও প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুম।
বিডি প্রতিদিন/এএম