সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের দুপুরের খাবারের আয়োজন করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বুধবার দুপুরে রায়গঞ্জ উপজেলার মাদ্রাসাতুল উলুমিল ইসলামিয়া রৌহা মাদ্রাসায় নিজ উদ্যোগে তিনি এমন আয়োজন করেন।
এ সময় তিনি ছাত্র ও শিক্ষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ছাত্রদের মাঝে খাবার বিতরণসহ একসাথে খাবার খান। এছড়াও খাবার বিতরণ উপলক্ষে বিশেষ মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপি নেতার এমন মহৎ কাজে ছাত্র-শিক্ষকরা আনন্দিত হয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুনর রশিদ খান হাসান, সহ দপ্তর সম্পাদক এনামুল হকসহ মাদ্রাসার সকল শিক্ষক ও ছাত্রবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ