বাগেরহাটের চিতলমারীতে এক মাদ্রাসা ছাত্রীকে (১৩) গণধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সকালে ওই ছাত্রীর মা বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে এ মামলাটি দায়ের করেন।
পুলিশ মামলার আসামি সাহিদ গাজী (৩৫), রিয়াজ ওরফে রিয়াদ ফকির (২০) ও জবেদ শেখকে (৪৫) গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। এবং ভুক্তভোগী কিশোরী ছাত্রীকে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিউল আলম জানান, অসুস্থ কিশোরীর চিকিৎসা সেবাসহ ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। আসামীরা ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) স্বপন কুমার রায় বলেন, ‘মেয়েটির উপর ওরা নরপশুর মত বর্বরতা চালিয়ে। খবর পাওয়ার সাথে সাথেই আমরা তিনজনকেই গ্রেফতার করেছি। ওদের বিরুদ্ধে আরও অনৈতিক কাজের অভিযোগ আছে।’
বিডি প্রতিদিন/মুসা