বরিশালের উজিরপুরের সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে মাছ ধরা নৌকা থেকে ইয়াবা ও অবৈধ কারেন্ট জব্দ করা হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) বিকেলে এ অভিযান চালানো হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার জানান, সন্ধ্যা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে মাছ ধরার জন্য জেলেরা জাল ফেলছিল। যৌথবাহিনীর অভিযানের বিষয়টি টের পেয়ে নৌকায় থাকা দুই জেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে নৌকা থেকে এক হাজার মিটার কারেন্ট জাল ও ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। মাদকের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে।
উজিরপুর মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে। তদন্ত করে জড়িতদের খুঁজে বের করা হবে।
বিডি প্রতিদিন/নাজিম