ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতারি পরোয়ানার আসামিসহ একাধিক মামলার দুজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে যৌথবাহিনীর পক্ষ থেকে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের ভাদুঘর এলাকা ও বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন ভাদুঘর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মো. অলিউল্লাহ (৬৬) ও রূপসদী গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে কামাল মিয়া (৫৯)।
এ সময় তাদের কাছ থেকে পাঁচটি রাম দা, তিনটি টেঁটা, দুটি ছুরি, তিনটি বল্লম, ৪৫০ ইউরো, ১২২ ইউএস ডলার ও নগদ ৭ লাখ ৩০ হাজার ৮শ' টাকা উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/মুসা