মানিকগঞ্জ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে ব্ল্যাক আউট কর্মসূচি পালনের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির কারণে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চার কর্মকর্তাকে যৌথ বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান পল্লী বিদ্যুৎ অফিসের ভিতরে ব্ল্যাক আউট কর্মসূচি পালনের সময় তাদেরকে যৌথ বাহিনীর হেফাজতে নেওয়া হয়।
যৌথ বাহিনীর হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম রাজিবুল হাসান, এজিএম গিয়াস উদ্দিন খান শাকিল, এজিএম হাসিবুল ইসলাম ও হরিরামপুরের ডিজিএম সামিউল কবির। দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পরে গ্রাহকরা।
যৌথ বাহিনী জানান, গ্রাহকদের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে বেলা ১১টার দিকে মানিকগঞ্জ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। এরপর তারা আন্দোলনের নামে ব্ল্যাক আউট কর্মসূচি পালন শুরু করেন। দীর্ঘ ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকরা পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেন। খবর পেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ যৌথ বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ও বিদ্যুৎ সরবরাহ স্বচল করতে পল্লী বিদ্যুৎ সমিতির চার কর্মকর্তাকে যৌথ বাহিনীর হেফাজতে নেওয়া হয়। এরপর পর্যাক্রমে বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ সচল করা হয়।