গাজীপুরে ৫ জাতের ধান নিয়ে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) দুটি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলার টেংরা এলাকায় কৃষক মো. এনামুল হকের মাঠে এবং বিকালে গাজীপুর সদর উপজেলার সিংড়াতলী এলাকায় কৃষক মো. মুশফিকুল ইসলামের মাঠে পৃথক দুটি মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে এবং বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্রের আয়োজনে মাঠ দিবস দুটিতে বিনা ধান-১৭, বিনা ধান-২০, বিনা ধান-২২, বিনা ধান-২৬ এবং ব্রি-ধান ১০৩ এর সমন্বয়ে স্থাপিত প্রায়োগিক মাঠ পরীক্ষণ করা হয়। এতে স্থানীয় কৃষকরা বিনা উদ্ভাবিত আমন ধান জাতের চাষাবাদে আগ্রহ প্রকাশ করেন।
বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আহম্মেদের সভাপতিত্বে মাঠ দিবসগুলোতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিনার মহাপরিচালক এবং সংশ্লিষ্ট ধান জাতের উদ্ভাবক ড. মো. আবুল কালাম আজাদ।
বিনা আঞ্চলিক কেন্দ্রের পরীক্ষণ কর্মকর্তা জনাব মো. আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শ্রীপুর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা বেগম, গাজীপুর সদর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা আমন ধানের বিভিন্ন জাতের পারফরম্যান্স সম্পর্কে সরেজমিনে অবলোকন করেন। এছাড়াও প্রায়োগিক মাঠ পরীক্ষণের অধিক সম্প্রসারণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন এবং ক্রপ কাটিং ও ফলন সম্পর্কে আগত কৃষক-কৃষাণীদের অবহিত করেন।
এ সময় মাঠ দিবস অনুষ্ঠানে আঞ্চলিক গবেষণা কেন্দ্রের পরীক্ষণ কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল