কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক মাহমুদুর রহমান (২৮) নিহত হয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আলকরা ইউনিয়নের গোলাই করা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদুর রহমান যশোর জেলার চৌগাছা থানার মডেল পাড়া গ্রামের মৃত মাহাবুবুর রহমানের ছেলে। তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মিয়া বাজার থানার উপ পরিদর্শক মহরম আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মাহমুদুর রহমান ফেনী জেলার সোনাগাজী থানার মার্কেটিং অফিসারের দায়িত্বে ছিলেন। শনিবার কুমিল্লা থেকে মোটরসাইকেল যোগে ফেনী সোনাগাজীর উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চৌদ্দগ্রাম আল করা ইউনিয়ন গোলাই করা এলাকায় পোছলে অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে পিছন দিয়ে ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে থানার উপ পরিদর্শক মহরম আলী জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম