দীর্ঘদিন ধরে বাজারে কোনো নতুন অ্যালবাম নেই ব্যান্ড লালনের। তাই বলে তারা কিন্তু হারিয়ে যায়নি। লালন ব্যান্ড ভক্তদের জন্য নতুন খবর হচ্ছে, এবার একসঙ্গে দুটি অ্যালবাম নিয়ে বাজারে আসছেন তারা। নাম ‘সাদাকালো’ আর ‘বাউল অব বেঙ্গল’। লালন ব্যান্ডের সদস্য তিতি বললেন, ‘আমরা শহরে থাকি। গাড়িতে চড়ি। রুম শীতাতপ নিয়ন্ত্রিত। শহুরে সব সুবিধা ভোগ করছি। শহরের এসব মানুষের জন্য আমাদের সাদাকালো অ্যালবাম। সবকটি মৌলিক গান। নিজেদের লেখা, সুর ও সংগীত। আর বাউল অব বেঙ্গল অ্যালবামে বাংলার কয়েকজন উল্লেখযোগ্য বাউলের গান গেয়েছি।’ তিনি আরও বলেন, ‘শুরু থেকেই আমাদের কিছু নীতিমালা আছে। এই যেমন স্পন্সর নিয়ে আমরা কোনো অ্যালবাম করব না, পুরস্কার নেব না, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ফরমায়েশি কাজ করব না, কণ্ঠশিল্পী সুমি ব্যান্ডের বাইরে আলাদাভাবে গান করবে না। আমরা ইচ্ছা করলে যে কোনো বড় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে অ্যালবাম প্রকাশ করতে পারতাম, কিন্তু তা করছি না। নিজেদের রোজগারের টাকা থেকে বাঁচিয়ে অ্যালবাম তৈরি করেছি।’ ব্যান্ড লালনের নতুন দুটি অ্যালবাম কীভাবে প্রকাশ করা হবে? তিতি বলেন, ‘আমরা গান করি। সাদামাটা জীবন। জটিলতা পছন্দ করি না। রয়্যালিটির নামে যে প্রহসন হচ্ছে, তার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান আর এসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পেছনে পেছনে ঘুরতে পারব না। আমরা তো দেখছি, শিল্পীদের ঠকিয়ে এসব প্রতিষ্ঠান কীভাবে অর্থের মালিক হচ্ছে। তাই শুরুতে আমাদের নতুন দুটি অ্যালবামের গান অ্যাপে দেব। যে কোনো মুঠোফোনে অ্যাপটি বিনা মূল্যে ডাউনলোড করে যে কেউ গানগুলো শুনতে পারবেন। আর তিন মাস পর এমথ্রি ফরম্যাটে ইন্টারনেটে রেখে দেব। যে কেউ ফ্রি শুনতে পারবে। এটা চলমান নানা জটিলতার বিরুদ্ধে আমাদের ক্ষোভ প্রকাশ, আমাদের প্রতিবাদ।’
শিরোনাম
- ‘অভিনন্দন লিজেন্ড’— শাহরুখকে এ আর রহমান
- কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা
- ফেনীতে রেমিট্যান্স যোদ্ধা দিবসে সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান
- ১২ দিন পর রবিবার খুলছে মাইলস্টোন কলেজ
- এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে
- চাঁদপুরে ৩ রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা প্রদান
- বাগমারায় শিক্ষকদের দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ
- আবারও পদ্মার ভাঙনে দিশেহারা কয়েক হাজার মানুষ
- সন্তানের শেষ মুহূর্তের গল্পে কাঁদলেন ‘জুলাইয়ের মায়েরা’
- পায়ের আঙুল এনে হাতে প্রতিস্থাপন, কুমিল্লার চিকিৎসকদের সাফল্য
- পণ্যে ২০ শতাংশ মার্কিন কাঁচামাল থাকলে শুল্ক লাগবে না : বিজিএমইএ সভাপতি
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মা নদী থেকে দুই মরদেহ উদ্ধার
- পুণ্ড্র ইউনিভার্সিটির ইইই বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান
- হেফজখানায় বসুন্ধরা শুভসংঘের কুরআন শরীফ বিতরণ
- এইচএসসি-বিসিএস পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় নিয়ে বের হওয়ার আহ্বান ডিএমপির
- বিমান দুর্ঘটনায় নিহত ফাতেমার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধাঞ্জলি
- গর্ভবতী স্ত্রীর চিকিৎসার টাকার জন্য ভ্যানচালককে খুন
- অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত ৫, রেললাইন অবরোধ করে বিক্ষোভ
- নওগাঁ ইসলামিয়া চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারের উদ্বোধন
- রাঙামাটিতে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের পরিচিতি সভা
ফিরছে লালন ব্যান্ড...
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর