ফের অসুস্থ হয়ে পড়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। তাঁর চোখে সমস্যা দেখা দিয়েছে। চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৫৮ বছর বয়সি এ অভিনেতা।
বলিউড হাঙ্গামাকে একটি সূত্র বলেন, গত সোমবার মুম্বাইয়ের একটি হাসপাতালে চোখের চিকিৎসার জন্য গিয়েছিলেন শাহরুখ খান। কিন্তু পরিকল্পনা অনুযায়ী চিকিৎসা হয়নি। এখন মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করেছেন। শাহরুখ খানের চোখে ঠিক কী সমস্যা হয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি সূত্রটি। পরে শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানির মুঠোফোনে কল ও মেসেজ পাঠায় বলিউড হাঙ্গামা। কয়েক মাস আগে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন শাহরুখ খান। গত ২১ মে আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সেখানে দুই দিন ভর্তি ছিলেন; পরে সুস্থ হয়ে বাসায় ফিরেন শাহরুখ। দীর্ঘ চার বছর পর ২০২৩ সালে রাজকীয়ভাবে বড় পর্দায় ফিরেন শাহরুখ খান। এ বছর তিনটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেন তিনি। এগুলো হলো- ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’।