ঋতুপর্ণা সেনগুপ্ত। এ অভিনেত্রী এবার আলোচনায় এসেছেন এক সিদ্ধান্ত নিয়ে। মৃত্যুর পর দেহদানের অঙ্গীকার করলেন ‘ঋতু’। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী সদ্য প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য খুব প্রিয় মানুষ ছিলেন অভিনেত্রীর। গত বৃহস্পতিবার বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবর স্বাভাবিকভাবে অভিনেত্রীকেও নাড়া দিয়েছে। প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি সম্মান জানিয়ে মরণোত্তর দেহদানের সিদ্ধান্ত নিলেন তিনি। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মৃত্যুর পর তাঁর দেহ দান করার কথা বলে গিয়েছিলেন। সেই প্রেরণাতে ঋতুপর্ণাও দেহদানের অঙ্গীকার করলেন। ভারতীয় এক সংবাদমাধ্যমকে ঋতুপর্ণা বলেন, ‘আমার পিসিমা, পিসে মশাই একই পথের পথিক। আমিও সাবেক মুখ্যমন্ত্রীর পথেই হাঁটব। দাহ করার বদলে দেহ দান করে গেলে আমার অঙ্গ-প্রত্যঙ্গ হয়তো কোনো মৃত্যু পথযাত্রীকে জীবনের পথে ফেরাতে পারবে। তার মধ্যে দিয়ে আমিও বেঁচে থাকব চিরকাল।’