রায়হান রাফীর থ্রিলার ওয়েব ফিল্ম ‘ব্ল্যাক মানি’। বেশ কিছুদিন ধরে শোবিজে গুঞ্জন শোনা যাচ্ছিল রাফীর ‘ব্ল্যাক মানি’র নায়িকা চরিত্রে অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। শোনা যাচ্ছে, রাফীর ‘ব্ল্যাক মানি’তে তানজিন তিশা নয়, অভিনয় করবেন এ নির্মাতার প্রথম সিনেমা ‘পোড়ামন-২’ এর নায়িকা পূজা চেরী। ‘ব্ল্যাক মানি’ ওয়েব ফিল্মকে ঘিরে জল্পনা এখানেই শেষ নয়। এক সময়ের পর্দা কাঁপানো চিত্রনায়ক রুবেলের কাজ করার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে এ ছবিতে। কী হতে যাচ্ছে তার সব রহস্য উন্মোচন করবে ওটিটি প্ল্যাটফরম বঙ্গ ও রায়হান রাফী। এদিকে ‘লায়ন’ নামের নতুন ছবির ঘোষণা দিয়েছেন রাফী। পশ্চিমবঙ্গের চিত্রনায়ক জিৎ ও বাংলাদেশের শরিফুল রাজকে নিয়ে ছবিটি বানাবেন তিনি। তবে ‘লায়ন’ ছবিতে নায়িকা কে হচ্ছেন সে ব্যাপারে কিছুই বলেননি পরিচালক। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘পোড়ামন-২’ ও পরের বছর ‘দহন’ নামের দুটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন রাফী আর পূজা চেরী। এরপর তাদের একসঙ্গে কোনো ছবিতে দেখা যায়নি।