শারদীয় দুর্গাপূজার আজ বিজয়া দশমী। সাধারণ মানুষের মতো শোবিজ তারকারাও মেতে ওঠেন তাদের এ প্রধান উৎসবের আনন্দে। কেমন কাটল এবারের পূজা। সে কথাই তুলে ধরেছেন - আলাউদ্দীন মাজিদ
কুমার বিশ্বজিৎ : দেড় বছরের বেশি সময় ধরে কানাডায় আছেন কুমার বিশ্বজিৎ। একমাত্র ছেলের অসুস্থতার কারণে তাঁর সেখানে থাকা। এবারের পূজাও সেখানেই করছেন।
অপু বিশ্বাস : এবার পূজা ঢাকাতেই করেছেন অপু। তিনি বলেন, ‘পূজায় সাজপোশাকে ট্র্যাডিশনাল বিষয়টি থাকবে, কারণ পূজা ট্র্যাডিশনাল একটি বিষয়। পূজার বিকালগুলো পরিবারের সঙ্গে কাটিয়েছি। জয়কে নিয়ে এবার অনেক আনন্দ করেছি। ওকে নিয়েই এবারের সব পরিকল্পনা ছিল।
মন্দিরা : বেশ কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রে গেছেন নায়িকা মন্দিরা চক্রবর্তী। তিনি বলেন, এই প্রথম পরিবার ছেড়ে একা দুর্গাপূজায় অংশগ্রহণ করতে হলো। মনটা ভীষণ খারাপ। তারপরও সময়টা উপভোগ করার চেষ্টা করেছি। যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসে প্রথম বাংলাদেশ ও কলকাতার হিন্দু কমিউনিটির আয়োজনে দুদিনব্যাপী পূজার আয়োজন করা হয়। এতে আমি সম্মানিত অতিথি হিসেবেও উপস্থিত ছিলাম।
বাপ্পা মজুমদার : নতুন একটি গান প্রকাশ করে শ্রোতাদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন বাপ্পা মজুমদার। গত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে নতুন গান ‘শহরের চোখ’। বাপ্পা নতুন অ্যালবামও করছেন। গজল আঙ্গিকের সেই অ্যালবামের নাম ‘অনুভব’। এরই মধ্যে দুটি গান তৈরি হয়ে আছে। এবারের পূজায় একটি কনসার্টে গাওয়ার কথা রয়েছে। বাপ্পা বললেন, ‘পূজার আয়োজন দেখতে বাসার বাইরে যাওয়া হয়েছে। বাসার কাছে বনানী পূজামন্ডপ, পরিবারের সবাই মিলে সেখানে যাওয়া হয়েছে।’
বিদ্যা সিনহা মিম : পূজায় রাজশাহীতে যান বিদ্যা সিনহা মিম। এবারই প্রথম রাজশাহীতে যাওয়া হয়নি। রাজশাহীর বাঘার নারায়ণপুরে মিমের দাদাবাড়িতে পূজার আয়োজন হয়। মায়ের অসুস্থতার কারণে এবার যাওয়া হয়নি। পূজা এবার ঢাকাতেই কাটালেন। বসুন্ধরা আবাসিক এলাকায় ও বনানীর পূজামন্ডপে গেছেন মিম।
বাপ্পী চৌধুরী : মাস চারেক আগে মাকে হারিয়েছেন বাপ্পী। তাই এবারের পূজায় মনটা খুব খারাপ গেছে তাঁর। কেনাকাটাও করেননি। বললেন, ‘গত বছরও মায়ের সঙ্গে কত আনন্দ করেছি। কিন্তু এবার তা হয়নি, ভাবতেই খারাপ লাগছে।’ নানিবাড়িতে পূজা দেখতে শুক্রবার নরসিংদীর মাধবদীতে যান। সেখানকার পূজার আয়োজন শেষে নারায়ণগঞ্জে ফেরেন। নারায়ণগঞ্জের ছেলে বাপ্পীর পূজা হয় আমলাপাড়ার দরিদ্র ভান্ডার এলাকায়।
পূজা চেরী : ছয় মাস আগে মাকে হারিয়েছেন পূজা চেরী। বাপ্পীর মতো তাঁরও মন ভালো নেই। নিজেও এবার ঢাকায় নেই। মঙ্গলবার সিরাজগঞ্জে গেছেন, সেখানে ‘ব্ল্যাকমানি’র শুটিং চলছে। সিরিজটির শুটিং চলবে অক্টোবরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত। শুটিংয়ের ফাঁকে আশপাশের পূজামন্ডপে ঢুঁঁ মারেন। নিজের জন্য কেনাকাটাও করেননি।