আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘হৈমন্তী’ অবলম্বনে নির্মিত সিনেমা ‘হৈমন্তীর ইতিকথা’।
মির্জা সাখাওয়াত হোসেন পরিচালিত এ সিনেমায় নাম-ভূমিকায় অভিনয় করেছেন নবাগত চিত্রনায়িকা ঐশিকা ঐশী। ঐশীর বিপরীতে অভিনয় করেছেন সাইফ খান।
মুক্তি প্রতীক্ষিত সিনেমাটি নিয়ে ঐশী বলেন, প্রথম সিনেমাতেই রবীন্দ্রসাহিত্য নিয়ে হাজির হচ্ছি, ভালো লাগছে। আর নিজেকে ভাগ্যবতী মনে করছি।’ জানা গেছে, এ সিনেমায় সেলুলয়েডে প্রাণবন্ত এক জুটির রোমাঞ্চ ও ভালোবাসার গল্প তুলে ধরা হয়েছে। গল্পের মাধ্যমে রুপালি পর্দায় সমাজের পারিপার্শ্বিক চিত্রও নির্মাতা তাঁর দক্ষ নির্মাণশৈলীতে তুলে ধরার চেষ্টা করেছেন। এ সিনেমায় ঐশী, সাইফ ছাড়া আরও অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, রাশেদা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, মুনা আক্তার, অরূপ কুন্ডু, মো. আবদুর রাজ্জাক, মোহাম্মদ আবদুল হামিদ, আনিছুর রহমান, সিনথিয়া লিজা, শিশুশিল্পী সিমন্তিনী চৌধুরী প্রমুখ।