এবার অভিনয়ে নাম লেখালেন ওপার বাংলার প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের একমাত্র মেয়ে সাইনা চট্টোপাধ্যায়। শোনা যাচ্ছে, ‘অনুরাগের ছোঁয়া’ নামের একটি ধারাবাহিকে অভিনয় শুরু করেছেন সাইনা। ধারাবাহিকটি প্রযোজনা করছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।
এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে অভিষেকের স্ত্রী ও সাইনার মা সংযুক্তা চ্যাটার্জি বলেন, ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে একটুও ভয় পায়নি সাইনা। বরং সবার সঙ্গে দারুণ মিশে গিয়েছে। দেখে মনে হয়েছে, এটাই যেন তার ঘরবাড়ি!
বাবার পেশা বেছে নেওয়ার বিষয়ে তিনি বলেন, সাইনা যা করবে সেটাই আমরা মেনে নেব, আমাদের এই ভাবনা। তাই ওর অভিনয়ে আসা শুধু আমাদের নয়, ওরও ইচ্ছে ছিল। তাই সুযোগ আসায় আমি আর না করিনি।
সাইনা চ্যাটার্জিকে অডিশন দিতে হয়েছে জানিয়ে সংযুক্তা বলেন, আমরা কোনো দিন কাউকে বলিনি, সাইনা অভিনয়ে আসবে। তাই চ্যানেলের পক্ষ থেকে ফোন আসায় একটু অবাকই হয়েছিলাম। তারপর প্রথম লুক টেস্টের জন্য সেটে নিয়ে মেয়েকে গেলাম। কয়েকটি সংলাপ বলার সঙ্গে সঙ্গে পাস হয়ে গেল!
সূত্র : আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/শআ