জার্মান বিমান সংস্থা লুফথানসা গ্রুপ তেল আবিবের যাত্রী ও কার্গো ফ্লাইট ৮ আগস্ট পর্যন্ত বাতিল করার ঘোষণা দিয়েছে। লুফথানসার একজন মুখপাত্র জানান, ‘অঞ্চলের বর্তমান পরিস্থিতির কারণে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, ফ্রান্স তার নাগরিকদের ইসরায়েল এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। সামরিক উত্তেজনার ঝুঁকির কারণে এই পদক্ষেপ গ্রহণ করেছে তারা।
ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার ঝুঁকির কারণে, নাগরিকদের ইসরায়েল এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ভ্রমণ থেকে কঠোরভাবে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।’
এছাড়াও, ফ্রান্স তার নাগরিকদের লেবাননে ভ্রমণ না করার জন্যও সতর্ক করেছে। সূত্র : আনাদোলু
বিডিপ্রতিদিন/কবিরুল